logo

চলন্ত ট্রেনে ছিনতাই, সীতারামপুরে দুই দুষ্কৃতী গ্ৰেপ্তার

সীতারামপুর, ১৫ জুন ২০২৫
গতরাতে কলকাতা-জয়নগর (১৩১৩৫) ট্রেনে এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করে জঙ্গলে গা ঢাকা দেওয়া দুই দুষ্কৃতীকে আজ সকালে সীতারামপুর থেকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগ, নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতরাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে আসানসোল এলাকায়। মহিলা যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন তার ব্যাগ ছিনতাই করা হয়। আসানসোল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি বুঝতে পারেন তার ব্যাগ নেই। উপায়ান্তর না দেখে তিনি সীতারামপুর স্টেশনে নেমে বিষয়টি রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (GRP)-কে জানান।

অভিযোগ পাওয়ার পরই সীতারামপুরের আরপিএফ এবং জিআরপি দল দ্রুত পদক্ষেপ নেয়। সূত্র মারফত তারা জানতে পারেন যে দুষ্কৃতকারীরা চলন্ত ট্রেন থেকে সীতারামপুর লিংক কেবিনের কাছে নেমে সংলগ্ন জঙ্গলে লুকিয়ে আছে। এরপর ইন্সপেক্টর এ কে সিং, এসআই নরেন্দ্র কুমার, এসআই বান্টি এবং অন্যান্য কর্মীরা ওই জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেন।

সকাল ৭টা নাগাদ ওই জঙ্গলে লুকিয়ে থাকা দুই সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মহিলা যাত্রীর চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার হয়, যার মধ্যে ছিল ১০,৪০০ টাকা, একটি মোবাইল ফোন এবং এক গোছা চাবি।

গ্রেপ্তারকৃতরা হলো বিহারের বেগুসরাই জেলার ফুলবাড়িয়া থানার নিপানিয়া গ্রামের শম্ভু শা (৩২) এবং মাদরাপুরের সুরজ কুমার (২৬)। চুরিতে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আসানসোল জিআরপিএস বিএনএস-এর ৩০৪(২)/ ৩১৭(২) ধারায় মামলা (নম্বর ৪৫/২৫, তারিখ ১৫ জুন ২০২৫) রুজু করা হয়েছে।

সংবাদদাতা: সেখ আমিনুল ইসলাম

107
699 views