logo

কল্যানীতে অটোচালকদের পথ অবরোধ।

নদীয়ার কল্যানী থানার কল্যানী সঙ্গম সিনেমা হলের সামনে থেকে কল্যানী লাইনের পাশ দিয়ে যে রাস্তা কল্যানী এইমস যাওয়ার রাস্তা/এনভিএফ ব্যারাকের মেইন রাস্তার মুখ পর্যন্ত এতটাই খারাপ যে অটো তো বটেই যে কোনো গাড়ি যাওয়াই দুষ্কর। আর ওই রাস্তা দিয়ে বহু রুগী এইমস হাসপাতাল গয়েশপুর আনন্দনগর সগুনা বিরোহী ও জাগুলী যাতায়াত করে ভরসা অটো টোটো ম্যাজিক । কিন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দিয়ে যাওয়াই দুরূহ ব্যাপার । খানাখন্দে ভরা। তাই অটোরিকশা চালকদের পথ অবরোধ ।

4
949 views