বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মভুমি চাকলাধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাসের আমন্ত্রণ
প্রধান উপদেষ্টা নবকুমার দাস চাকলাধাম বাবা লোকনাথ মন্দিরের থেকে যাচ্ছেন লোকনাথ মহানাম প্রচার ও দীঘা জগন্নাথ দর্শনের উদ্যেশ্য নিয়ে।
১৪ ই মে বুধবার দীঘায় লোকনাথ মহানাম প্রচার ও দীঘা জগন্নাথ মন্দির দর্শন।
১৬ ই মে শুক্রবার হুগলীর কুন্তিঘাট।
১৬ ই মে শুক্রবার রাউতাড়ী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ।
১৭ ই মে শনিবার কৃষ্ণনগর।
২৮ শে মে বুধবার শিলিগুড়ি (উত্তরবঙ্গ)।
তাই আপামর লোকনাথ ভক্তকুলের নিকট আহ্বান জানালেন ইচ্ছুক তারা চাকলাধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাসের লোকনাথ মহানাম প্রচার সঙ্গী হতে পারেন।
প্রচারে "ভারতের বার্তা"।