logo

SREEBHUMI PREMIER CRICKETE LEAGUE 2025. 9th May to 11th May On SREEBHUMI SPORTING CLUB.

প্রতি বছরের মতো 2025 এ অনুষ্ঠিত হলো শ্রী-ভূমি স্পোর্টিং ক্লাব এর বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কলকাতার দশটি ক্রিকেট ক্লাব। 9/10/11 May 25 তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা। সমগ্র খেলার তাত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মন্ত্রী সুজিত বসু মহাশয়। উনি নিজেই একজন দক্ষ ক্রিকেটার । সকল ক্লাবের অনুরোধে সুজিত বাবু নিজেই ব্যাট হাতে মাঠে নেমে দক্ষতার পরিচয় দেন। খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সুজিত বসু ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

2
1751 views