logo

চাষির ভূমিকায় পাচারকারী, ধৃত

পাচারকারী চাষীর ভূমিকায় অবতীর্ণ হয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধৃত।
ঘটনায় প্রকাশ ঘটনাটি ঘটেছে নদীয়ার হোগলবেড়িয়ায় নমপাড়ায়। পাচারকারী বরজের পাড়ার দিরাগ মন্ডল ও আরো কয়েকজন মিলে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে রওনা হয়েছিল।
কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরতে গেলে কয়জন অভিযুক্ত পুলিশ দেখে পালিয়ে গেলেও দিরাগ ও চার বস্তা সিরাপ পুলিশ আছে ধরা পড়ে। আটশো বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ধৃতকে পুলিশ জেরা করে দুজন পাচারকারীর নাম জানতে পারে তারা একজন আকবর মন্ডল ও অপরজন সাইদুল মন্ডল। পুলিশ ধৃতকে তেহট্ট তেহট্ট আদালতে তুললে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে সীমান্ত এলাকায় বর্তমানে কড়া নজরদারির জন্য পাচারকারীরা কখনো সবজি কখনো ফলের গাড়িতে এইসব বিভিন্ন নিষিদ্ধ জিনিস পাচার করছে। আর এবার কৌশল বদলে ফেলে ছিলো একেবারে চাষীর ভূমিকায়। কিন্তু বিধি বাম হলে আর কি হবে?

5
1174 views