logo

তেহট্টের কৃশাঙ্কুরের প্রয়াত বাবার সাধ ছিল ডাক্তার হোক। কৃষাঙ্কুর।

২০১৭ সালে কৃষাঙ্কুরের বাবা প্রয়াত হন ক্যান্সারে। আর সেই সময় বয়সটা কেমন ছিল আপনারা বুঝতে পারছেন খুবই ছোট। মা ছিলেন তার প্রধান অবলম্বন। আজ সেই কিষাঙ্কুর বিশ্বাস ৬৮৪ নম্বর পেয়ে মাধ্যমিকে নদিয়া জেলার সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেন। দাদু দিদা ঠাকুমার কাছে মানুষ। কারণ মা মৌমিতা বিশ্বাস নদীয়া জেলার নিয়ন্ত্রিত বাজারের চুক্তিভিত্তিক কর্মচারী। এরপর বেসরকারি স্কুল ছেড়ে পঞ্চম শ্রেণীতে তেহট্ট হাইস্কুলে ভর্তি হয় কৃশাঙ্কুর বরাবরই সে ভাল রেজাল্ট করে। স্কুলের শিক্ষকরা ও বাড়ির সকলেই তার সহায় ছিলেন স্কুলের পড়াশোনার পাশাপাশি সাতজন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করত। ওর বাবা মারা যাওয়ার পর বাড়ির লোকজন থেকে শুরু করে স্কুলের শিক্ষকগণ সারাক্ষণ ওর পাশে ছিলেন সেই কারণেই এত সাফল্য । এই কথাটি বলেন কৃশাঙ্কুরের মা মৌমিতা বিশ্বাস। আরো বলেন ওর বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার করবে। হয়তো সেই লক্ষ্যে দিকেই এক ধাপ এগোলো ছেলে সেই উৎসব পূর্ণ করতে পারলে ওর বাবার আত্মার শান্তি হবে। কৃশাঙ্কুরের বক্তব্য বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি সব রকম চেষ্টা করব।

4
582 views