ভারতীয় জীবন বীমা নিগমের মানবিক প্রচেষ্টা, কাশ্মীরে নিহতের পাশে দাঁড়ালো এল আই সি
HomeNews UploadAbouভারতীয় জীবন বীমা নিগমের মানবিক ভারতীয় জীবন বীমা নিগমের মানবিক প্রচেষ্টা, কাশ্মীরে নিহতের পাশে দাঁড়ালো এল আই সিতারক নাথ সাহা, ২৬ এপ্রিল - এল আই সি কলকাতা দু-নম্বর মেট্রোপলিটান ডিভিশনের অধীন সরশুনা শাখা থেকে পাহেলগাঁও এ আতঙ্কবাদীদের গুলিতে নিহত বেহালা সরকার বাজার নিবাসী স্বর্গত সমীর গুহর পত্নী সাবিত্রী গুহর হাতে ১ কোটি ৭০ লক্ষ টাকার জীবন বীমার ডেথ ক্লেমের চেক বাড়ি গিয়ে তুলে দিয়ে এলেন এল আই সি কর্তৃপক্ষ। ভারতীয় জীবন বীমা নিগমের এই মানবিক প্রচেষ্টা প্রশংসণীয়। Write Your Comment...Copyright AIMAMEDIA FOUNDATION 2025