logo

বাইরে কাজের সন্ধানে গিয়ে নবগ্রামের একাধিক যুবক ও ব্যক্তি কিডন্যাপ, মুক্তিপণের দাবিতে চাঞ্চল্য

বাইরে কাজের সন্ধানে গিয়ে নবগ্রামের একাধিক যুবক ও ব্যক্তি কিডন্যাপ, মুক্তিপণের দাবিতে চাঞ্চল্য

এ যেন এক সিনেমা কেও হার মানাবে। ১৬ জন কিডন্যাপ ।চেন্নাইয়ে কাজের সন্ধানে গিয়ে কিডন্যাপ হলেন নবগ্রাম ব্লকের একাধিক যুবক ও ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নবগ্রাম জুড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, নবগ্রামের বেশ কয়েকজন যুবক গত ২৬শে মার্চ বুধবার তারিখে বাইরে একটি বিস্কুট কারখানায় কাজের উদ্দেশ্যে রওনা দেন। তবে আজ শুক্রবার ২৮শে মার্চ হঠাৎ পরিবারের সদস্যদের কাছে ফোন আসে কিডন্যাপ হওয়া ব্যক্তিদের কাছ থেকে। ফোনে তারা জানান, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা স্টেশন থেকে তাদের অপহরণ করে নিয়ে গেছে এবং মুক্তিপণ হিসেবে কারও কাছ থেকে ২৫ হাজার, আবার কারও কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে।

এই আকস্মিক ও ভয়াবহ খবর পেয়ে কিডন্যাপ হওয়া ব্যক্তিদের পরিবার আতঙ্কে ভেঙে পড়ে। অর্থনৈতিকভাবে দুর্বল এই পরিবারগুলোর পক্ষে মুক্তিপণের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁরায়। বাধ্য হয়ে তারা নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানাই।

পরিবারের এক সদস্য জানান, মোট ১৬ জনকে কিডন্যাপ করা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গোরোরা গ্রামেরই ৫থেকে ৬জন যুবক ও ব্যক্তি কিডন্যাপ হয়েছে, বহরমপুরের ২জন কিডন্যাপ হয়েছে বলে জানান তারা।

পরিবার সূত্রে যাদের নাম জানা যায়
সন্দীপ দাস বাবা বিনয় দাস,
বিনয় দাস বাবা সুকুমার দাস,
দিপু বেহারা বাবা গাজল বেহারা,
নয়দেব বেহারা বাবা আকুল বেহারা,
কার্তিক বেহারা বাবা আকুল বেহারা,
সূর্য বেহারা বাবা জিতেন বেহারা
সূর্য বেহারা,
অভিযোগ পেয়ে দ্রুততার সহিত ঘটনার তদন্ত শুরু করে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এর নেতৃত্বে নবগ্রাম থানার পুলিশ।

ঘটনার ঘন্টা চারেক পরেই কিডন্যাপ ব্যক্তিদের মোবাইল লোকেশন ট্যাগ করে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় সেই কিডন্যাপ ব্যক্তিদের।

এরজন্য কিডন্যাপ ব্যক্তিদের পরিবারের লোকেরা নবগ্রাম থানাকে এবং নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তকে ধন্যবাদ জানাতে ভুলে নি এরা।

তবে এই কিডন্যাপ চক্রের পেছনে কারা রয়েছে এবং ঠিক কীভাবে তারা ফাঁদে পড়লেন, তা নিয়ে এখনো রহস্য ঘনীভূত।

32
2362 views