
শুধু সাদা শুকনো ভাত এবং সেদ্ধ ডিম দেওয়ায় বিক্ষোভ দেখানো হলো আই সি ডি এস সেন্টারে
শুধু সাদা শুকনো ভাত এবং সেদ্ধ ডিম দেওয়ায় বিক্ষোভ দেখানো হলো আই সি ডি এস সেন্টারে।
বুধবার ২৬শে মার্চ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নারায়ণ পুর পঞ্চায়েতের অন্তরগত ১৪১ বি আই সি ডি এস সেন্টারে বিক্ষোভ দেখালো গ্রামের অভিভাবক মহিলারা।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এই এলাকাতে।
অভিভাবকেরা বিক্ষোভ দেখানোর কারন হিসাবে জানায় শিশুদের জন্য যেদিন ভাত দেওয়া হয় সেইদিন শুধু সাদা ভাত এবং সেদ্ধ ডিম দেওয়া হয়।
এতে শিশুদের খেতে অসুবিধা হয়ে দাঁড়ায়, শিশুরা খেতে চাইনা তাই আজকের এই বিক্ষোভ দেখানোর কারন হিসাবে জানায় অভিভাবকেরা।
তাদের দাবি এই ভাতের দিন একটা যেকোনো রকমের সব্জির তরকারি দেওয়া হয় যেনো তাদেরকে, না হলে প্রত্যেক দিনই যেনো তাদেরকে খিঁচুড়ি দেওয়া হয় বলে অভিভাবকেরা দাবি করে এদিনে।
জানা গেছে সেন্টারের দায়িত্বে থাকা মহিলারা নিয়মের দোহাই দিয়েই এমন ধরনের খাবার দিচ্ছে।
তবে এই আই সি ডি এস সেন্টারের দায়িত্বে থাকা হেলপারের দাবি তারা নিয়ম মেনেই উপরের নির্দেশে এমনটা করছে।
এই নিয়ে নবগ্রাম ব্লকের CDPO বিশ্বজিৎ মুখার্জী জানিয়েছে সরকারি গাইড লাইন মেনে খাবার দেওয়া হচ্ছে, এ বিষয়ে উনি কিছু বলতে পারবেন না, তবে জেলা অধিকারীক ডি পি ও সাহেবের কাছে জানতে পারেন।
এই চিত্র নবগ্রামের সমস্ত ব্লকের আই সি ডি এস সেন্টারেই একই চিত্র বলে জানা যায়।
আজকের এই ঘটনার পরে উঠছে নানান প্রশ্ন।
একজন শিশুর পক্ষে কি শুধু সাদা শুকনো ভাত এবং সেদ্ধ ডিম দিয়ে খাওয়ানো সম্ভব? এ আবার কেমন নিয়ম! মানবিক দিক থেকে দেখলে দেখা যায় এর সাথে একটি হলেও তরকারি দেওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই।