
প্রতিটি পুরুষের একজন প্রকৃত প্রেমিক থাকা উচিত।।
প্রতিটি পুরুষের একজন করে প্রেমিকা থাকা উচিত, যাকে শ্রদ্ধা করা যায় মনে মনে। যার কাছে গেলে মায়ের মতো আশ্রয় পাওয়া যায়, যার পায়ে মাথা নত করা যায়, প্রচন্ড কান্না পেলে মুখ লুকিয়ে যার কোলে কাঁদতে পারা যায়....
প্রতিটি পুরুষের একজন করে প্রেমিকা থাকা উচিত, যাকে নিজের সন্তানের মতো আদর করা যায়, এই একটু নাকটা টিপে, গালটা খামচে, পিঠটা চাপড়ে খচিয়ে দেওয়া যায়।
আবার খুব বিরক্ত হয়ে গেলে যাকে কাছে টেনে ঘাড়ের কাছে চুমু খেয়ে শান্ত করা যায়।
প্রতিটি পুরুষের একজন করে প্রেমিকা থাকা উচিত, যাকে "সহচরী" বলা যায়, যার সাথে সময় কাটানোর জন্য পুরুষ মানুষটি উন্মুখ হয়ে থাকে, গোটা দিন তাকে দেখার জন্য পাগল পাগল অবস্থা হয়।
এই একটু নিরিবিলিতে ঘন্টার পর ঘন্টা হাতে হাত রেখে বসা, একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া, রাস্তায় হাঁটতে হাঁটতে একটু জড়িয়ে ধরা, বুকে বুক ঠেকিয়ে কপালে ঠোঁট ছুঁইয়ে দেওয়া, ব্যস এটুকুই চাওয়া আর কিচ্ছু না....
প্রতিটি পুরুষের একজন করে প্রেমিকা থাকা উচিত, যার কাছে খুব ছোট থেকে ছোট আবদার করা যায়, ঘ্যানঘ্যান করা যায়, ঝগড়া করা যায়, অভিমান করা যায়....
প্রতিটি পুরুষের একজন করে প্রেমিকা থাকা উচিত, যে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে পারে পুরুষটিকে। যার সাথে সেই অর্থে শারীরিক সম্পর্ক না গড়ে উঠলেও, যার প্রতি তীব্র মানসিক টান থাকে।
যে টানের জন্য সমাজসংসারদায়িত্বরাষ্ট্ররাজনীতি সবকিছুকে এক ঝটকায় উপেক্ষা করা যায়, যে টানের জন্য হাজারটা সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হাসতে হাসতে একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়...
প্রতিটা পুরুষের একজন প্রেমিকা থাকা উচিত, যার জন্য তীব্র একটা ব্যথা বুকে নিয়ে বেঁচে থাকতেও তেমন কোনো কষ্ট হয় না, কারণ সব ব্যথা যন্ত্রণার হয় না, শোকের হয় না, কিছু ব্যথা আরামের হয়.... সত্যি সত্যিই প্রেমিক থাকা উচিত।