logo

মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, INTTUC ইংরেজ বাজার শহর ও ইংরেজ বাজার ব্লক কমিটি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লক কমিটির সভা।

মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, INTTUC ইংরেজ বাজার শহর ও ইংরেজ বাজার ব্লক কমিটি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লক কমিটির সভা। এই সভায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এর সাধারণ সম্পাদক, সাংসদ তথা আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দোপাধ্যায় এর নির্দেশে ভোটার তালিকা স্কুর্টনি সংক্রান্ত আলোচনা , এই কাজ করার ক্ষেত্রে দলীয় নির্দেশ , এবং এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এবং আমাদের প্রিয় রাজ্য সভাপতি সাংসদ মাননীয় ঋতব্রত বন্দোপাধ্যায় এর নির্দেশে দ্রুততার সঙ্গে ওয়ার্ড কমিটি, অঞ্চল কমিটির , বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলির সভা সংগঠিত করে ভোটের তালিকার কাজের সার্ভে , রক্তদান শিবির, BMSSY প্রকল্পে সর্বস্তরের শ্রমিক বন্ধুদের যুক্ত করা এবং আগামী ০১ লা মে , ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় উপস্থিত ছিলেন INTTUC মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল, INTTUC ইংরেজ বাজার শহর সভাপতি আম্বারিশ চৌধুরী , INTTUC জেলা নেতৃত্ব বিদ্যুৎ দাস, সুশিম মিশ্র , সুকান্ত দাস, উত্তম সাহা , লুৎফর রহমান, দুবারু শেখ, ছোটন কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব।

0
90 views