প্রায় দুবছর বন্ধ থাকার পর খুললো পূর্ব বর্দ্ধমানের জামালপুর ২ অঞ্চলের শ্রীমা সংঘ
দীর্ঘদিন নিজেদের মধ্যে সমস্যায় বন্ধ পরে ছিল এই সংঘ টি। পরবর্তীতে সংঘের সকলে মিলে বিডিও কে আবেদন করলে তাঁদের আবেদনে সারা দিয়ে আজ এই সংঘের ঘরের চাবি খুলে দিয়ে পুনরায় সংঘ টিকে চালু করা হয়। উপস্থিত ছিলেন জামালপুর এর বিডিও পার্থ সারথী দে , জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন, ডাব্লিউ ডি ও অপর্ণা চ্যাটার্জী, জামালপুর ২ অঞ্চল প্রধান মিঠু পাল, সংঘের পক্ষ থেকে রাজশ্রী দাস, মধুমিতা মালিক, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মেহমুদ খাঁন বলেন দীর্ঘ দুবছর ধরে এই শ্রীমা সংঘের সদস্যরা বিডিও কে আবেদন করে পুনরায় এটি খোলার জন্য। তাই আজ এই সংঘ খুলে দেওয়া হলো। এখন থেকে এই সংঘ কাজ করে যাবে। সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এই সংঘের সদস্যরা। ডাব্লিউ ডি ও অপর্ণা দেবী জানান আজ থেকে এই সংঘ কাজ করবে। যখন নির্বাচনের অর্ডার আসবে তখন নির্বাচন করানো হবে।