Video Album Opening Program
কোলকাতা : দোলের উপলক্ষে ১১ মার্চ , ২০২৫ নেপথ্য গায়িকা প্রিয়স্মিতা ঘোষের নতুন ভিডিও অ্যালবাম "রং দাও হে রঙ্গিলা " র উদ্বোধন রোটারি সদন কলকাতায় হচ্ছে। উদ্বোধন কিংবদন্তি শিল্পী গায়িকা শ্রীমতি স্বাগতা লক্ষী দাশগুপ্ত করবেন। গানটি লিখেছেন অনুশীলা ঘোষ এবং গানটি গেয়েছেন সুর দিয়েছেন শিল্পী প্রিয়স্মিতা ঘোষ।ভিডিওটি করেছেন ঋত্বিক চক্রবর্তী। নৃত্য পরিচালনা ও রচনা কিংবদন্তি কথক নৃত্যশিল্পী অনুরেখা ঘোষ করেছেন।