সোমবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার। এ দিন বিকেলে হরিহরপাড়ার শ্রীপুর মিসবাহুল মাদ্রাসায় ওই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যানেল অ্যাডভোকেট এলিনা রুজ। পরিযায়ী শ্রমিকের সমস্যায় পাশে থাকা সংগঠন কর্নসুবর্ন অয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিউর রহমান ছিলেন আইনি সহায়ক গোবিন্দ মন্ডল, মতিউর রহমান সহ বিভিন্ন স্তরের মানুষ। এদিনের সভায় আইনি সচেতনতার পাশাপাশি আলোচনায় বাল্যবিবাহ রোধ শিশু পাচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।