logo

কান্দি থানায় বিয়ের আসর: অনাথ মেয়ের বিয়ে দিলেন আইসি মৃণাল সিনহা।💝

কান্দি থানায় বিয়ের আসর: অনাথ মেয়ের বিয়ে দিলেন আইসি মৃণাল সিনহা।💝

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। সমাজের এক অনাথ কন্যার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল।

কান্দি থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় এই অনাথ মেয়ের বিয়ের আসর। ফুল, আলোকসজ্জা আর অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয়। বিয়েতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ মানুষ।

অনাথ কন্যার বিয়ে শুধু একটি সামাজিক দায়িত্বই নয়, বরং এক মহৎ উদ্যোগ। আইসি মৃণাল সিনহার এই উদ্যোগে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসা করেছে। কন্যার হাত ধরিয়ে দিতে তিনি পিতৃস্নেহে ভরিয়ে দেন পরিবেশ, কন্যার নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন।

এই মহৎ কাজে যারা সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। মানবিক পুলিশিং-এর এমন নজির সমাজের জন্য সত্যিই অনুকরণীয়।

0
65 views