logo

একটি ১৩ বছরের শিশুকে রামপুরহাট থেকে শরীর খারাপ হওয়ার জন্য এসএসকেএম হসপিটাল এ নিয়ে এলো সাড়ে তিন ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স

গাড়ি চালক তামাল মাল, স্যালুট আপনাকে ❣️🙏
জীবনের ঝুঁকি নিয়ে, ভয়কে উপেক্ষা করে ১৩ বছরের এক বাচ্চা কে নিয়ে জরুরী কালীন চিকিৎসার জন্য SSKM হাসপাতালে নিয়ে গেল গাড়িতে করে বীরভূমের রামপুরহাট থেকে মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিটে । অবিশ্বাস্য এই ঘটনাটির জন্য গাড়ি চালক তামাল মালকে অনেক স্যালুট ।
#Birbhum #SSKM #kolkata

0
1526 views