logo

খড়গ্রামে মহিলাদের পাটের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

জৈদুল সেখ, কান্দি: পাটের তৈরি জিনিস বানিয়ে মহিলাদের দিশা দেখাচ্ছে কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। মুর্শিদাবাদের খড়গ্রামে শুরু হল পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ।

উল্লেখ্য, মুর্শিদাবাদে পাট চাষের উপরে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এবার পাটের ব্যাগসহ সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি একাধিক ডিজাইনের ছোট বড় হাতব্যাগ, পুতুল, ফুলদানি তৈরি করে বাজারে সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। শুক্রবার থেকে খড়গ্রামের হাটপাড়াতে আইসিএআর-এর উদ্যোগে আয়োজন করা হয় এলাকার মহিলাদের নিয়ে প্রশিক্ষণ। পাট থেকে ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাথমিকভাবে এলাকার ২০ জন মহিলাকে শনাক্ত করে এই প্রশিক্ষণ শুরু হয়। হাতে-কলমে প্রশিক্ষণ দিতে মহিলাদের সেলাই মেশিন থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন কলেজের প্রিন্সিপাল ড. মৃত্যুঞ্জয় মোদক বলেন, 'প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার দিনের পর দিন বেড়ে চলেছে, ফলে পরিবেশ দূষণ বাড়ছে। এই দূষণ মোকাবিলায় দেশীয় পাটজাত বা পরিবেশবান্ধব জিনিসপত্রের বাজারে যথেষ্ট সরবরাহ থাকা জরুরি। তাই দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে পাটজাত বিভিন্ন দ্রব্য তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে।'

0
130 views