
হায় রে সন্ন্যাস! খেজুর গাছের পাতা দিয়ে ঢাকা আখড়া! তার আড়ালেই… সন্ন্যাস নেওয়ার পরও কিনা ছেলে এই নেশার মত্ত! ভাবতেও পারছেন না মা!
হায় রে সন্ন্যাস! খেজুর গাছের পাতা দিয়ে ঢাকা আখড়া! তার আড়ালেই… সন্ন্যাস নেওয়ার পরও কিনা ছেলে এই নেশার মত্ত! ভাবতেও পারছেন না মা!
তাঁর মা জানান, সাধু ওরফে সুশান্ত ঘোষ এখন এখানে থাকেন না। বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে বেড়ান। তবে ছেলে এই কাজের সঙ্গে যুক্ত নন।
Nadia: হায় রে সন্ন্যাস! খেজুর গাছের পাতা দিয়ে ঢাকা আখড়া! তার আড়ালেই... সন্ন্যাস নেওয়ার পরও কিনা ছেলে এই নেশার মত্ত! ভাবতেও পারছেন না মা
বাঁ দিকে, সন্ন্যাসীর মা আর ডান দিকে আখড়া অর্থাৎ চেম্বার
নদিয়া: সীমান্ত রহস্যজনক বাঙ্কার! আর সেটাই এখন মাথাব্যথার কারণ সীমান্তরক্ষী বাহিনীদের কাছে। কেবল বাঙ্কারই নয়, এবার আতঙ্ক বাড়াচ্ছে চেম্বার। নদিয়া সীমান্তে চেম্বারের হদিশ মিলেছে। তিন দিনে টুঙ্গি সীমান্তে চারটি বাঙ্কারের হদিশ মিলেছে। এবার আরও একটি চেম্বারের হদিশ মিলল নদিয়ার সীমান্তে। সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে চারটি বাঙ্কার, একটি চেম্বারের হদিশ মিলেছে। শুধুই কি চোরাচালানের জন্য এই চেম্বার-বাঙ্কার বানানো হয়েছে নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রহস্য?