ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় নবগ্রামের মেয়ে নবগ্রাম এস. এন. জি. বি.স্কুলেরএক ছাত্রী রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে
ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় নবগ্রামের মেয়ে নবগ্রাম এস. এন. জি. বি.স্কুলেরএক ছাত্রী রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে
ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় নবগ্রামের মেয়ে নবগ্রাম এস. এন. জি. বি.স্কুলেরএক ছাত্রী রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে
পশ্চিমবঙ্গের প্রাইমারী এডুকেশন ডেভীলপমেন্ট বোর্ডের আয়োজিত ক্লাস ফোরের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ে,ওই পরীক্ষাটি শেষ হয় অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ, এই পরীক্ষার মোট নম্বর ছিলো চারশো বলে জানা যায়, এতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম এস এন জি বি স্কুলের মান্নাত বানু নামে এক ফোরের ছাত্রী তিনশো ছিয়ানববোই নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোটা রাজ্যের মধ্যে, তাই বৃহস্পতিবার নবগ্রাম এস এন জি বি স্কুলের সমস্ত শিক্ষকেরা ও শিক্ষিকেরা এবং তার বাবা মিলে ওই ছাত্রীকে মিষ্টি মুখ করায় এর সাথে স্কুলের পক্ষ থেকে একটি উপহারও তুলে দেওয়া হয় । মান্নাত বানুর এহেনো রেজাল্ট এ স্কুলের সমস্ত শিক্ষকেরা ও শিক্ষিকেরা গর্ববোধ করছেন বলে জানান,সেইসঙ্গে মান্নাত বানুর বাবা নবগ্রাম এস এন জি বি স্কুলের শিক্ষক শিক্ষিকা দেরকে ও সাধুবাদ জানিয়েছে, এরা ছিলেন বলেই আজকে তার মেয়ে এত ভালো রেজাল্ট করতে পেরেছে বলে জানাই,তাই মেয়ের ভালো রেজাল্ট করার পুরো ক্রেডিট দিতে হলে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা দেরকেই দিতে হবে জানিয়ে দেন।