logo

রক্ষক যখন প্রকৃতি

নদীয়ার শিব নিবাস একটি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অংশ। বলা বাহুল্য এটি বাংলাদেশ সীমান্তবর্তী একটি অংশও বটে ২০০ বছরের উপরে এখানে অবস্থিত তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা স্থাপিত শিবনিবাস মন্দিরের সংস্কার পর্ব চলাকালীন চন্দনা টিয়া পাখির বাসস্থান গুলি আবৃত হয়ে পড়ে কিন্তু অচিরে ই পূর্ববর্তী অবস্থা প্রাকৃতিক নিয়মেই আবার ফিরে আসে। চন্দনা টিয়া ফিরে পেয়েছে তার বাসা ,স্পষ্টতই বিলুপ্ত শ্রেণীর এই প্রত্যাগমন স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত শুভ ও আনন্দ বার্তা।
পরিশেষে বলাই যায় বাস্তুতন্ত্রের পক্ষে এক আশীর্বাদ।
চিরস্থায়ী হোক মানুষ ও প্রকৃতির মেলবন্ধন।

136
1296 views
1 comment  
  • Arindam Ghosh

    প্রকৃতি বিষয়ক কিছু উপস্থাপনা রাখার চেষ্টা রাখবো