logo

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, অনুষ্টিত হয়, নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয় ও অল ইন্ডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে।

প্রতিবারের ন্যায় (26/27/11/2024)এবারও অল ইন্ডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন(নদীয়া শাখা)ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে দুইদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্টিত হয়,প্রিন্ট মিডিয়া, ইলেট্রনিক মিডিয়া, সোস্যাল মিডিয়া সহ অন্যান্য প্লাটফর্মে সংবাদ পরিবেশন,লিখন,সংগ্ৰহ, প্রেরণা,ইত্যাদির কলাকূশলতা, সংবাদ এবং সাংবাদিকদের সামাজিক দায়িত্ব কর্তব্য ও করনীয় পালনীয়,আইনি বিষয়ে পুঙ্ক্ষানুপঙ্ক্ষ আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব চলে, এবং পরিশেষে শিক্ষার্থীদের সংসাপত্র প্রদান করা হয়, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্টানটি উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও জৈব মন্ত্রী উজ্বল বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন দেশ বিদেশের অভিজ্ঞ বিশিষ্ট সাংবাদিকগন সহ সমাজকর্মীবৃন্দ।

22
5673 views