logo

কান পাতলেই শুনতে পাওয়া যায়,পথ নিরাপত্তার নামে,মোটা টাকা জরিমানার ভয় দেখিয়ে নগদ আদায় করে ট্রাফিক পুলিশ,এই কারনেই যতো বিপত্তি।।

অনেক সময় চালান না কেটে চালক বা পাবলিক নিরাপত্তার নামে তোলা আদায়,নগদ টাকা আদায় করা একটা স্বভাবে পরিণত হয়েছে, ঠিক যেকারনে আজ নদীয়ার জেলার কৃষ্ণনগর বাদুড় তলায় ট্রাফিক গাড়ি খুঁটিনাটি পরিক্ষা ইত্যাদির উদ্যেশ্যে বাদুড় তলায় দাঁড়িয়ে ছিল এবং গাড়ি দাঁড় করিয়ে পরিক্ষা কোরছিলো,একজন মোটর বাইক আরোহী তা দেখতে পেয়ে ভয়ে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালাতে যেয়ে ট্রাফিক সিগন্যাল তিন মাথা টার্নিং পয়েন্টে উল্টো দিক থেকে আসা একটি চলতি মালবাহী যানের সহিত সজোরে ধাক্কা মারে, মোটরবাইকের পিছনে বসে থাকা বারো বছরের এক নাবালিকা তৎক্ষণাৎ মারা যায়, বাচ্চাটির মামা যিনি বাইক চালাচ্ছিলেন তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমতাবস্থায় এলাকার সাধারণ মানুষের ক্ষোভে ফেটে পড়েন এবং ট্রাফিক পরিচালন কাঁচের নির্মিত গৃহ ভাংচুর করেন, বর্তমানে এই চিত্র প্রায়সই দেখা যায়, তবে প্রাণহানির মতো ঘটনা কম থাকায় খবরে প্রকাশ পায়না, এবিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরেই, আজকে এই দূর্ঘটনার পর তারই বহিঃপ্রকাশ ঘটেছে।।।

5
6242 views