logo

জয় ভীম যায়বিদ সংঘন জয় ভারত জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তফসিলি জাতি ফেডারেশন (S.C.F) মৃত্যুঞ্জয় মল্লিক তপশিলি ফেডারেশন জাতীয় সভাপতি (ইউনাইটেড ফোরাম ফর এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু দলিত জনগণ) (প্রতিষ্ঠিত- বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর)

জয় ভীম যায়বিদ সংঘন
জয় ভারত জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ
তফসিলি জাতি ফেডারেশন (S.C.F)
মৃত্যুঞ্জয় মল্লিক তপশিলি ফেডারেশন
জাতীয় সভাপতি
(ইউনাইটেড ফোরাম ফর এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু দলিত জনগণ) (প্রতিষ্ঠিত- বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর)

মোবাঃ 9732953780

জাতীয় সভাপতি: তফসিলি জাতি কর্মচারী ফেডারেশন

জাতীয় সভাপতি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশন

রেজিস্ট্রেশন নং-IV-19XXXX73/2024, IV-19XXXx15

(ধারা বিধি 22A (3) 46(1)W.B. এর অধীনে, নিবন্ধন বিধি 1962

এবং ভারতীয় ট্রাস্টি আইন। 1982) সরকার ভারতের

প্রধান কার্যালয়: কাশিপুর, P.O.- কুমরা কাশিপুর, P.S.- হাবরা, জেলা- উত্তর 24 পরগনা, পিন-743271, W.B.

ই-মেইল: federationtapasili@gmail.com

রেফ. না. SCF/29/2014।

তারিখ 14.11.2024

প্রতি,

১) মাননীয়া, শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী, নবান্ন।

২) মাননীয়া

হোম সেক্রেটারি মহাশয়া পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন,

৩) মাননীয়, ডি জি পি মহাশয় পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন।

৪) মাননীয়, এস সি মহাশয়/মহাশয়া।

মালদা/ দঃ দিনাজপুর/ আলিপুরদুয়ার/কুচবিহার/জলপাইগুড়ি/ দার্জিলিং/উঃ দিনাজপুর জেলা।

৫) মাননীয়, অল সিসি/ এস সি মহাশয়/ মহাশয়া।

শ্রদ্ধেয় মহাশয় / মহাশয়া,

ধর্ষণ, খুন, শিশু ও নারী নির্যাতন বন্ধ করার দাবি সহ এস সি, এস টি, ওবিসিদের বঙ্গনার প্রতিবাদে রাজ্যে শান্তি সংহতি প্রতিষ্ঠার জন্য আগামী ১৮ ই নভেম্বর ২০২৪ থেকে, ২৩ শে নভেম্বর ২০২৪ পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মসূচী উত্তর বঙ্গের জেলার ডিএম/এসপি/সিপি/এস ডিও/ এসডিপিও মহাশয় / মহাশয়াকে স্বারকলিপি প্রদান করবো। আমরা ৫-৭ জনের প্রতিনিধি দল শান্তিপূর্ণ ভাবে স্বারকলিপি প্রদান করবো। উপযুক্ত নিরাপত্তা এবং অনুমতির জন্য আবেদন করছি।

আমাদের দাবিঃ

১) CAA 2019 সরলিকরন করে, ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর কে কাট অফ ডেট ধরে দেশভাগের বলি বাঙালি হিন্দু, মতুয়া, তপশিলি,

বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিঃশর্ত নাগটিকত্ব দিতে হবে।

২) জাত ভিত্তিক জনগননা এবং মতুয়া ধর্ম, সারি ও সারনা ধর্ম কোড রাখতে হবে।

৩) মতুয়া দলপতি, শিল্পি, গোসাইদের মাসিক ভাতা দিতে হবে। এবং মতুয়া দলকে ডঙ্কা, কাশি, এবং নিশান দিতে হবে।

৪) প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং আম্বেদকরের মূর্তী প্রতিষ্ঠা করতে হবে।

৫) সংরক্ষণ নীতি মেনে সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে এস সি, এস টি, ওবিসিসের নিয়োগ করতে হবে।

৬) নিরপেক্ষ তদন্ত করে সমস্ত ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করতে হবে।

৭) মদ মুক্ত বাংলা ও ধর্ষণ মুক্ত সমাজ গড়তে কঠোর হাতে আইনের প্রযোগ করতে হবে।

8
1535 views