গতকাল চাচল থানার এক সিভিক ভলেন্টিয়ার এর মর্মান্তিক মৃত্যু হয়।
গতকালকে চাচল থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ার রানু খাতুন মর্মান্তিক এক্সিডেন্টে মৃত্যু ঘটে। হলে পুরো চাচোল থানায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবারে দুঃখের জর্জরিত রয়েছে। জানা যায় যে রানু খাতুন ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় অটোতে বসেছিল। এবং হঠাৎ করে পিছন থেকে একটি বোলেরো এসে ধাক্কা মারে, যার ফলে রানু খাতুনের মৃত্যু ঘটে।