logo

-নদীয়া- নদীয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ, আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব।

সীমান্ত বর্তী এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রনার কাহিনী নিয়েই ৪৯ তম বর্ষের পুজো মন্ডপ প্রাচীন ময়াপুর ভারত মাতা পুজো কমিটির।

-নদীয়া-

এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যাতিক্রমী ভাবনায়,নিজেদের পুজোকে তুলে ধরে আসছে, শহরের উত্তরাঞ্চলের প্রাচীনমায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি।

এবছরে তাদের পুজো পদার্ম করতে চলছে ৪৯ তম বর্ষে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা কুরিয়েছে এই পুজো কমিটি।

এবারে তাদের ভাবনা, " কাঁটাতার "
পুজো কমিটির সদস্য তথা মন্ডপ শিল্পী রাজু সুত্রধর জানান,

বর্তমান সময়ে বিভিন্ন সীমান্ত বর্তী এলাকায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক দের জীবন যন্ত্রনার বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে,
ও বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে নিজেদের জন্মভিটা ছেরে দেশান্তর হতে হয়েছিল অসংখ্য সাধারণ মানুষের। বর্তমানে সীমান্ত বর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষাবাদ করতে গেলে তাদের কাঁটাতার পেরিয়েই যেতে হয়, পরতে হয় বহু সমস্যার,
সেই সাথে এখনো বহু মানুষের পরিবারের সদস্য পরিজনেরা রয়েছে সীমান্তের ওপারে, ইচ্ছে থাকলেও সব সময় হয়না দেখা, পূর্ব পুরুষের জন্মভিটার কথা শুনে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনি, কিন্তু এই কঠিন বাস্তব ও তার যন্ত্রনার কিছু খন্ড চিত্রই এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবারের পুজো মন্ডপে।

পাশাপাশি তিনি আরও জানান আমাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনায়, যেখানেও ফুটিয়ে তোলা হবে দেশ মাতৃকার কাছে সাধারণ মানুষের আকুতির কথা বলা,

মোটের ওপর গোটা মন্ডপটাকেই সীমান্ত বর্তী একটা গ্রামের পরিবেশের রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবারের ৪৯ তম বর্ষের পুজোয়,।

শুধু পুজো নয় পুজোকে ঘিরে থাকছে সাত দিনের আনন্দ মেলারও আয়োজন,

নবদ্বীপের ঐতিহ্য বাহী রাস উৎসবে প্রাচীন মায়াপুর ভারত মাতা ক্লাবের এই পুজো মন্ডপ কতোটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই দেখা সময়ের অপেক্ষা।

2
92 views