logo

বাঁকুড়ার ২৫ ফুটের কালী উদ্বোধন করলেন ১০২ বছর বয়সী গীতাবালা দেবী

সিধু মান্ডি বাঁকূড়া

গতানুগতিক ধারা পরিবর্তন করে বাঁকুড়ার ২৫ ফুটের কালী উদ্বোধন করলেন ১০২ বছর বয়সী গীতাবালা দেবী। অলিতে গলিতে আলোর রোশনাই জানান দিচ্ছি শুভ দীপাবলির। এই আলোর উৎসবে বাঁকুড়া শহর এক অন্য দৃশ্যের সাক্ষী থাকলো। নীল পাড় সাদা থান, চোখে মোটা চশমা, বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু মানসিকভাবে তিনি যুবতী। নতুন প্রজন্মের হাত ধরে হাঁটতে পারলেও কথা বলার শক্তি প্রায় হারিয়েই ফেলেছেন। তিনি হলেন বাঁকুড়া জেলার রামসাগরের মালপুরের বাসিন্দা গীতাবালা বাগদি। তাঁর প্রজন্মের সবাই যেখানে একে একে বিদায় নিয়েছেন এই পৃথিবী ছেড়ে সেখানে গীতাবালা দেবী যেন নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণ।

প্রসঙ্গত বাঁকুড়া শহরের জলটাকিগোড়ার 'জুয়েল ক্লাবে'র এই বছরে নিবেদন 'বড় মা'। এই ক্লাব ২৫ ফুটের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়েছে বাঁকুড়া জেলায়। গুটি গুটি পায়ে চলতে চলতে এই বছর তাদের ৫৪তম বর্ষে পদার্পণ। যেখানে থিম বা বড় পুজোগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেখা যায় নেতা,মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকদের।সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার জলটাকি গোড়া 'জুয়েল ক্লাবে'র পূজো উদ্বোধন করলেন ১০২ বছর বয়সী কিন্তু মানসিকভাবে যুবতী গীতাবালা বাগদি।

এই পুজোর উদ্যোক্তা অভিরুপ খাঁ জানান, বাঁকুড়া জুয়েল ক্লাব সারা বছর সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এই বছর যেখানে তাদের থিম 'বড়মা' কি জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে এরকম একজন মানুষ যদি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েছে তিনি এই পূজা উদ্বোধন করুক। বাঁকুড়া জুয়েল ক্লাব ১০২ বছর বয়সী গীতাবালা দেবীর কাছে কৃতজ্ঞ।

প্রিয়াঙ্কা কুন্ডু নামে আরেক ক্লাবের সদস্য জানাচ্ছেন, নারী শক্তিকে জোর দেওয়ার জন্যই বর্ষীয়ান একজন মানুষকে দিয়ে এই পুজো উদ্বোধন করানো হলো।

দীপাবলীর মাঝে এক সম্পূর্ণ ভিন্নরকমের পূজো উদ্বোধনের সাক্ষী থাকলো বাঁকুড়া শহর।

4
3703 views