logo

সমাজ কল্যাণ পরিষদ আসাম (S.K.P) সংগঠনের সভাপতি হলেন, জুবাইর আহমেদ।

সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সমাজ থেকে দুর্নীতি মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা, যেকোনো ধরনের অপরাধজনক কাজ থেকে সমাজকে দূরে রাখা, পিছিয়ে পড়া পরিবারের শিশুদেরকে স্কুল কলেজে পাঠানোর ব্যবস্থা করা, এক কথায় সমাজকে উন্নয়নের দিশায় নিয়ে যাওয়া, এই হল সমাজ কল্যাণ পরিষদ আসাম(S.K.P) এর প্রচেষ্টা।

41
12584 views