logo

বাংলার ইউটিউবার কৃতি (sweety) সোশ্যাল মিডিয়া থেকে - বলিউডে পা দিল ডিরেক্টর বাবাই সেন এর হাত ধরে...

ইতি মধ্যে সম্পন্ন বলিউড মুভি শুটিং করল বাংলার ইউটিউবার sweety Shaw যার চ্যানেলের নাম @kittysworld অনেকেই মনে করেছে একজন ইউটিউবার ভালো অভিনেত্রী হতে পারে না বা অভিনেতা হতে পারে না এবং হয়তো তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে আসতে হবে সেটা জানে না সেরকমই ভেবে ৫০ জন ইউটিউবার অডিশন দিয়েছিল এবং শেষ পর্যন্ত দুজন ইউটিউবার aapnipehchaan কে বিশ্বাস করে তার ধৈর্য শক্তি প্রমাণ দেখিয়েছিল তাই তারা আজকে একটি বলিউড মুভি সম্পন্ন করব এবং ব্যাক টু ব্যাক তারা তার পারফরম্যান্স দেখাবে এবং এইভাবেই বাবাই সেন আরশি entartanmant এর সহযোগিতায় ফিল্ম ইন্ডাস্ট্রির দক্ষ সেলিব্রেটির সঙ্গে youtube ইন্ডাস্ট্রিকে যুক্ত করে ব্যাক টু ব্যাক প্রজেক্ট করে যাবে যারা যারা নিজেদের কেরিয়ার করার ইচ্ছা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা আরসি এন্টারটেইনমেন্ট যোগাযোগ করতে পারে। আজ সন্ধ্যা ছয়টায় মুভির পোস্টার লঞ্চ আছে।

(W-8697146100)

19
3535 views