logo

দূর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শুরু হলো তৃণমূল সাংসদ তথা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নির্দেশে

Rk star, ১৬ সেপ্টেম্বর: সোমবার বড়ঞার ডাকবাংলায়

তৃনমূলের দলীয় কার্যালয়ে তৃনমূল নেতা মাহে আলমের নেতৃত্বে দেখা গেলো দূর্যোগে অসহায় হয়ে পড়া পরিবারদের উদ্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করতে।

এদিন বড়ঞা ব্লকের দক্ষিন চক্রের অন্তর্গত যে সমস্ত অঞ্চল দূর্যোগের শিকার হয়েছে এবং দিন আনা দিন খাওয়া যে সমস্ত পরিবারের সংসার ভাঁরালে টান পড়েছে তাদের কথা ভেবেই সেই সমস্ত পঞ্চায়েতের নেতৃত্বের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দিলো মাহে আলম আগামীদিনে এই দূর্যোগ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমস্ত অসুবিধা খতিয়ে দেখবে এবং যথাযজ্ঞ ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বড়ঞার তৃনমূল নেতা মাহে আলম।

4
1339 views