logo

মুর্শিদাবাদ সালার গুলহাটিয়া মাঠ পিরান্তে, রাজ্য জুড়ে বন্যা-পরিস্থিতি। দক্ষিণবঙ্গের নানা দিকে প্রবল বর্ষণ ও তজ্জনিত প্লাবনে বিপর্যস্ত বাংলা।

Flood Like Situation: রাজ্য জুড়ে বন্যা- পরিস্থিতি! নদীতে হু হু করে বাড়ছে জল, যোগাযোগবিচ্ছিন্ন

Flood Like Situation: রাজ্য জুড়ে বন্যা-পরিস্থিতি। দক্ষিণবঙ্গের নানা দিকে প্রবল বর্ষণ ও তজ্জনিত প্লাবনে বিপর্যস্ত বাংলা। বাঁকুড়া, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা- সর্বত্র জল আর জল।

6
1805 views