CPIML MASLINE PROTEST IN LALBAZAR
আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন তার প্রতিবাদে জমায়েত।
আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তার কে গণ ধর্ষণ করে খুন করে, দোষীদের বিরুদ্ধে বিচারের দাবিতে আন্দোলনে নেমে পড়ে ভাঙ্গর জমি জীবিকা বাস্তু তন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি, সিপিআইএমএল মাস লাইন, সেই আন্দোলন কারীদের উপর পুলিশ অত্যাচার করে ও পরে গ্রেপ্তার করে, তার ই প্রতিবাদে আজ লালবাজারে জমায়েত হয়।