logo

কৃষ্ণনগর হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে রবিবার গেদে ভারত বাংলাদেশ সীমান্তে এক এডুকেসানাল টুরের আয়োজন করলো BSF।

কৃষ্ণনগর হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে রবিবার গেদে ভারত বাংলাদেশ সীমান্তে এক এডুকেসানাল টুরের আয়োজন করলো BSF। গেদে সীমান্তে BSF এর 32 নম্বর ব্যাটালিয়ন এর উদ্যোগে আয়োজিত এই এডুকেশনাল টুরে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর হাই স্কুলের প্রায় 100 জন পড়ুয়া ও তাদের শিক্ষক শিক্ষিকরা। এদিন গেদেতে BSF এর 32 নম্বর ব্যাটালিয়ন এর ক্যাম্পে পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। BSF এর দাবি এই ধরণের অনুষ্ঠান এর আগেও করা হয়েছে, এবং পরবর্তী দিনেও করা হবে। আর এই ধরণের এক ভিন্ন অনুষ্ঠানে এসে এদিন পড়ুয়াদেরও অন্য অভিজ্ঞতা হলো বলে দাবি শিক্ষিকাদের।

11
736 views