logo

বাংলা মিডিয়াম ও ইংরাজি মিডিয়াম নিয়ে অভিভাবকদের মনে দন্ধ অনেক দিনের। তারা নিজের সন্তানদের কোন মিডিয়ামে পড়াবে তার আর্থিক সচ্ছলতার ওপর নির্ভর করে। আর কোন মিডিয়ামে পড়ালে সন্তানদের ভবিষ্যত উজ্জ্বল? তাই নিয়েও দ্ন্ধ বহুযুগের।

বাংলা মিডিয়াম ও ইংরাজি মিডিয়াম নিয়ে অভিভাবকদের মনে দন্ধ অনেক দিনের। তারা নিজের সন্তানদের কোন মিডিয়ামে পড়াবে তার আর্থিক সচ্ছলতার ওপর নির্ভর করে। আর কোন মিডিয়ামে পড়ালে সন্তানদের ভবিষ্যত উজ্জ্বল? তাই নিয়েও দ্ন্ধ
বহুযুগের।

এই সমস্যার কথা ভেবে পরিচালক সৌগত বিশ্বাস ছবি শুরু করলেন- অ আ ক খ A B C D

কাহিনী: অভিজিৎ রায় (আগ্নিক)
চিত্রনাট্য, সংলাপ- অশেষ ভট্টাচার্য্য,
চিত্রগ্রহণ: অরিজিৎ চক্রবর্তী,
প্রযচনা: N.M.C Studio
অভিনয়: তিথি, অর্চিস্মতি, দেবাশীষ গাঙ্গুলি, সোমা চক্রবর্তী, প্রমুখ।

203
24180 views