logo

হিন্দু ভক্ত বিন্দুদের ওপর ইট,গরম জল ও ময়লা নিক্ষেপ।

হিন্দুদের যে কোন প্রকারের ধর্মীয় অনুষ্ঠান করাটাই যেন সে দেশে,দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। সকল প্রকারের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে,বিভিন্ন প্রকারের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। নারী নির্যাতন,ইভটিজিং বিভিন্নভাবে নির্যাতনের শিকার, হতে হচ্ছে সে দেশে বসবাস করা আদি ভূমিপুত্র হিন্দুদের।

বাংলাদেশের রাজধানী ঢাকার টিকাটুলী এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল ছিল প্রভু জগন্নাথের উল্টো রথযাত্রা। ভক্তবৃন্দরা যখন রথ টেনে টিকাটুলী এলাকার রাসেল টাওয়ারের সামনে আসে। তখনই বহুতল রাসেল টাওয়ার থেকে,গরম জল,ইট ও ময়লার প্যাকেট ভক্তবৃন্দদের ওপর নিক্ষেপ করে। প্রথম রথের দিন কুমিল্লাতে এরকম ঘটনা ঘটেছিল,ঠিকানা টাওয়ার থেকে। সেখানেও ভক্তবৃন্দুদের ওপর গরম জল নিক্ষেপ করা হয়েছিল।

ঢাকার টিকাটুলী এলাকায় রাসেল টাওয়ারের ঘটনায়,ভক্ত বিন্দুরা প্রতিবাদ করার পরে,পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হইলে ভক্তরা আবারো প্রভু জগন্নাথের উল্টো রথযাত্রা শুরু করে।
#রথযাত্রা #উল্টোরথযাত্রা#জগন্নাথ
#JayJagannath#Jagannath

34
5904 views