logo

মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার উদ্যোগে চিকিৎসক দিবস পালন।

প্রত্যেক বছরের ন্যায় আজ ১লা জুলাই,২০২৪ Doctor's Day উপলক্ষ্যে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা অধিভুক্ত মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার উদ্যোগে Doctor's Day পালন করা হলো।
আজ Doctor's Day উপলক্ষ্যে মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার তরফ থেকে সম্মানিত করা হলো বিশিষ্ট চিকিৎসক ডঃ মনোজ কুমার শাসমল মহাশয় কে। মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক সুরজিৎ কোলে পত্রিকার নামাঙ্কিত ব্যাচ, উত্তরীয়, মেমেন্ট,, মেডেল , সম্মাননা পত্র এবং কিছু উপহার সামগ্রী ডাক্তারবাবুর হাতে তুলে দেন চিকিৎসকের হাতে। উপস্থিত ছিলেন মঙ্গলদীপ সাহিত্য পত্রিকা পরিবারেরই সদস্য বিশিষ্ট সমাজসেবী শ্রী স্বপন কুমার প্রামানিক মহাশয়।
মঙ্গলদীপ সাহিত্য পত্রিকা পরিবার মনে করে চিকিৎসকরা সমাজের হৃৎপিণ্ডের ন্যায়। তাই সমাজে তাঁদের গুরুত্ব অপরিসীম। আমাদের সুস্থ, সবল রাখতে তাঁরা আমাদের সেবা করে চলেছেন প্রতিনিয়ত। তাই ডাক্তারবাবু দের এই মহান কাজকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনে প্রতিবছর মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার উদ্যোগে এই দিনটি পালন করা হয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে থাকা চিকিৎসকদের সম্মানিত করা হয়।
সাহিত্য ও সমাজ কল্যাণ এই অঙ্গীকারকে সঙ্গী করে মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক, সদস্যরা সাহিত্যের পাশাপাশি আগামী দিনেও এইভাবেই নিজেদের বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজে নিয়জিত করবে এই অভিপ্রায় প্রকাশ করেন সাহিত্য পত্রিকার সম্পাদক সুরজিৎ কোলে,সহ সম্পাদক অর্ণব দত্ত ও সহ সভাপতি সহদেব দোলুই।

154
19221 views