logo

চোপড়া কান্ডে নির্যাতিতা দেখা করলো না, রাজ্যপাল দিল্লী থেকে এসে আবার দিল্লী

রায়গঞ্জ, ৩ জুলাইঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অন্তর্ভুক্ত চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিবাহিত যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্ক ঘিরে সালিশি সভায় তাদের বেধড়ক প্রকাশ্যে মারধোর করার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হতেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। বিরোধীদের আক্রমণের চাপে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে মূলঅভিযুক্ত তৃণমূল নেতা তাজমুলকে পুলিশ গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এদিকে চোপড়ার নির্যাতিতার সাথে দেখা করতে সোজা দিল্লী থেকে বাগডোগরা বিমানবন্দরে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ছুটে আসেন তবে দেখা করেননি নির্যাতিতা। রাজ্যপাল আবার দিল্লী ফিরে যান। নির্যাতিতা নাকি জানিয়েছেন, মারধোর করার ঘটনা যারা ভিডিও ভাইরাল করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হোক। একটিবারও নির্যাতন নিয়ে মুখ খোলেনি নির্যাতিতা পরিবার।

5
5411 views