logo

হাতের বদলে এবার মেশিন, মাটির জিনিস তৈরীর কারখানায়, পরিবেশ রক্ষার উদ্যোগ

রায়গঞ্জ, ৩০ জুনঃ এক সময় মাটির গ্লাস, থালা, বাটি, ঘটি,কলসী, হাড়ি, গামলা নানা রকম মাটির নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরী হতো কুমোর পাড়ায়। আধুনিক যুগে পা রেখে এসব দূরে ঠেলে ব্যবহার শুরু হলো থার্মোকল ও প্লাসটিকের এসব জিনিস। পরিবেশের ভারসাম্য হারাতে লাগলো পরিবেশ দূষোণকারী এসব জিনিসপত্রর যথেচ্ছো ব্যবহারে। ধীরে ধীরে হারিয়ে গেল বিয়ে বাড়ির নেমন্ত্রণে মাটির জিনিস। তাই দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হলো রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়ার কিছু যুবক। তারা মুলতঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু করেছে আধুনিক মেশিনপত্র দিয়ে। তারা মনে করে আবার আগের মত মাটির কাপে চা, মাটির গ্লাসে জল, মাটির হাড়িতে ভাত, মাটির থালায় খাওয়া দাওয়া শুরু হলে পরিবেশ বাঁচবে।

3
7819 views