logo

রায়গঞ্জে অঞ্জন আর্ট গ্যালারির উদ্বোধন তিনদিনের দিনের চিত্র কর্মশালা ও প্রদর্শনী

রায়গঞ্জ, ২৯ জুনঃ বিশিষ্ট চিত্র শিল্পী গনেশ দুলুই, নন্দলাল মুখার্জি, যোগেন চৌধুরী, সমীর আইচ, গনেশ পাইন, হরেন দাস, মনোজ দত্ত, দ্বিজেন্দ্রনাথ ব্রর্ম্ম, পরিতোষ সেন, হরেনচন্দ্র দাস,অমিতাভ সেনগুপ্ত, তাপস কোনার, কে জি সুব্রমণিয়াম প্রমুখ সহ জেলার চিত্র শিল্পীদের চিত্রশিল্প নিয়ে তিনদিনের প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধন হয়েছে অঞ্জন আর্ট গ্যালারির রায়গঞ্জ সুপার মার্কেটে বিজয়া ভবনে। চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলছে কর্মশালা। ১৯৫০ থেকে ২০১০ সাল পর্যন্ত চিত্র শিল্পের ধারা প্রবাহ নিয়ে এই আয়োজন বলে জানান শিল্পী অঞ্জন রায়। তিনি আরো জানান, ২৮ জুন বিশিষ্ট চিত্র শিল্পী প্রদীপ মাইতির তত্ত্বাবধানে টেম্পারা ও ওয়াশ পদ্ধতি শেখানো হয়। ২৯ জুন বিশিষ্ট চিত্র শিল্পী অভিজিৎ গাঙ্গুলির তত্ত্বাবধানে শেখানো হয় মুখোশ তৈরীর নানা কলাকৌশল। আগমী ৩০ জুন বিশিষ্ট চিত্র শিল্পী পরেশ ঘোষ শেখাবেন পেন্সিল ও প্যাস্টেলের ব্যবহারের নানা দিক। আয়োজক সংস্হার অন্যতম কর্মকর্তা বিশিষ্ট চিত্র শিল্পী শিব শংকর উপাধ্যায় বলেন, আন্তর্জাতিক মানের শিল্পকলা তুলে ধরা হয়েছে এখানে। প্রচুর নতুন চিত্র শিল্পীরা এতে অংশ নিয়েছে।

0
641 views