logo

বজ্রঘাত পরে ভয়াবহ আগুন

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তরগত পিয়ারীগঞ্জ গ্রামে আজ বৈকাল নাগাদ ভয়াবহ বজ্রঘাত । একটি নারকেল গাছে ওই বজ্রঘাতটি পরে যারফলে ভয়াবহ আগুন লেগে যায় এবং সেখানে কিছুক্ষণ পরেই কাঁকসার দমকল বাহিনী এসে আগুন নেভায় ।

13
6370 views