logo

একের পর এক অঞ্চল বিজেপি থেকে হাত ছাড়া হচ্ছে কুচবিহারে

হাতছাড়া হল বিজেপির অঞ্চল। ঢাংঢিংগুড়ি অঞ্চল এর বিজেপি প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো আজ । কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রধানের হাতে । এরপর ঢাংডিং ঘুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস জানান বিজিপিতে থেকে প্রধান হিসেবে আমি কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না মানুষের জন্য তাই আজ সিদ্ধান্ত নিয়ে তৃণমূলে যোগদান করলাম যাতে মানুষের পাশে মানুষের হয়ে কাজ করতে পারি। সেই আশা রাখছি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন তৃণমূলের কিছু হার্মাদ বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে প্রধান এবং পঞ্চায়েতদের বাড়িতে যাচ্ছে রাতের বেলায় সেখানে গিয়ে নানা রকম অত্যাচার এবং তৃণমূলে যোগদান করার কথা বলে হুমকি দিচ্ছে। গতকাল রাতেও আমার সাথে মাম্পি বর্মন এবং তার স্বামী এসে অনেকক্ষণ কথা বলেছে এই ধরনের তাদেরকে প্রচন্ডভাবে পেসার দেওয়া হচ্ছে তৃণমূলে যোগদান করার জন্য। তৃণমূল কংগ্রেস রাতের বেলায় এরকম ধরনের অত্যাচার চালাচ্ছে বিজিপি কর্মী এবং নেতাদের ওপর হুমকি দিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে।

0
8066 views