logo

বন্যায় প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে অসহায় মানুষদের পাশে করিমগঞ্জ জেলা বি এস এ।

উল্লেখ্য করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙ্গে অনেক মানুষ গৃহ হারা হয়েছেন,
তাদের ঘরে ঘরে প্রয়োজনীয়খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছলো করিমগঞ্জ জেলা বিএসএ এর প্রতিনিধি দল,
বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হোসাইন আহমেদ ,জেলা সম্পাদক মোঃ জাকারিয়া , সভাপতি অহাব উদ্দিন, সমাজসেবী হোসেন আহমেদ, কালিগঞ্জের সেবক ও সংস্থার সহ-সভাপতি মিসবাহ আহমেদ , জেলা উপদেষ্টা শামীম আহমেদ, প্রমুখ ব্যক্তিবর্গরা জেলার দক্ষিণ করিমগঞ্জ ব্লকের অন্তর্গত পলাশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত অসহায় লোকদের খোঁজ খবর নেয়, সাথে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন,
প্রতিনিধি দলের সব কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নীরব ভূমিকা পালন এর বিরুদ্ধে ক্ষোভে সুরে উল্লেখ করেন যে, নির্বাচনের আগ মুহূর্তে গদি দখলের উদ্দেশ্যে জনতার দুয়ারে দুয়ারে গিয়ে বিভিন্ন আশ্বাস প্রকল্প দেখিয়ে ভোট ভিক্ষা চান, কিন্তু নির্বাচনের পরেই আর এই জনতার খোঁজখবর রাখার প্রয়োজন তার মনে করেন না।
পরবর্তীতে তারা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ জল সম্পদ বিভাগীয় মন্ত্রী পীযূ পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন বলেন যে গত কয়েকদিন আগে মন্ত্রী হাজারিকার বরাত্ত করে আসার পর মেমোরান্ডের মাধ্যমে দাবি জানিয়েছে। এখন আবারও তারা অসহায় জনতার স্বার্থে সংবাদ সাক্ষাৎকারে তারা এই অসহায়ের জনগণের সহযোগিতার আর্জি জানিয়েছেন

128
1957 views