logo

বর্ধমান শহরের নামি বেসরকারি হাসপাতালে অস্ত্রপ্রচার করতে এসে যুবতীর মৃত্যু !

কিছুদিন আগে এক ৩৫ বছরের যুবতী বর্ধমানের নবাবহাটের সন্নিকটে একটি বেসরকারি নার্সিংহোমে গলব্লাডার স্টোন অস্ত্রপ্রচারের জন্য ভর্তি হন | পরিবার সূত্রে জানা যায় ওই যুবতী মহিলাকে অস্ত্রপ্রচার করতে নার্সিং স্টাফরা OT তে নিয়ে যান এবং অস্ত্রপ্রচারের পরে বলেন অস্ত্রপ্রচার সফল হয়েছে এখনো জ্ঞান আসেনি , একটুপর জ্ঞান ফিরবে ! কিন্তু ঘন্টার পর ঘন্টা ছাড়িয়ে দুইদিন কেটে গেলেও ওই রোগিণীর জ্ঞান আর ফেরেনি | পরিবারের লোকেরা উদ্বেগের মধ্যে নার্সিং হোম কর্তৃপক্ষের কাছে খোঁজখবর নিতে গেলে অভিযোগ যে কর্তৃপক্ষরা দফায় দফায় তাদের সাথে দুর্ব্যবহার করে | এবং তিনদিনের মাথায় নার্সিং হোম কর্তৃপক্ষ জানান যে রোগিনী অজ্ঞান অবস্থাতেই মারা গেছে | এই কথা শুনে রোগিণীর স্বামী উত্তেজিত হয়ে পড়েন এবং নার্সিং হোম স্টাফেদের উপর আগ্রাসন প্রকাশ করেন | অপরদিকে নার্সিং হোম কর্তৃপক্ষ প্রায় ৩০ , ৪০ জনকে ডেকে এনে রোগীর আন্তীয়দের বেধড়ক মার্ মারতে থাকে | এই ঘটনায় গোটা নবাবহাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে | পরে কিছু মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে | তবে এই ঘটনায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন জায়গায় নার্সিং হোম গুলোতে চিকিৎসার দিকে প্রশ্ন তুলে দিলো ||

13
3382 views