পেট্রোল পাম্পে ভেজাল তেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিযোগ জানানোর পর পাম্প মালিকর বক্তব্য
ঘটনাটি নদিয়া নাকাশিপাড়ায় গত ১৩ই মে নির্বাচনের দিন বেথুয়া ডহরি একটি পাম্পে তেল নেবার সময় তেল মালিকের সঙ্গে তেলে ভেজাল আছে বলে কয়েকজন গ্রাহকের বচসা হয় । এই নিয়ে সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় গ্রাহকদের পক্ষ থেকে। আর এতে পাম্প মালিক জানান যে প্রকৃত সত্য উদঘাটন হোক। এবং তিনি সেই প্রচারের সত্যতা মানতে নারাজ। তিনি দাবি করেন প্রয়োজনে তিনি সত্যতার যাচাইয়ের প্রমাণও দিতে রাজি । এই নিয়ে নাকাশীপাড়া থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের পর তিনি তার বক্তব্য রাখলেন