logo

ভোট গ্রহণে বিলম্ব,ইভিএম মেশিন খারাপ

85 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ,সোনাতলা 37 নম্বর পোলিং স্টেশনে ইভিএম মেশিন খারাপ থাকার কারণে ভোট গ্রহণ হচ্ছে না।পাবলিক যথেষ্ট উত্তেজিত হয়ে গেছে।সেক্টর অফিসার কে বারবার ফোন করেও ফোনে পাওয়া যাচ্ছে না।।প্রিসাইডিং অফিসার বলেছেন,তিনি অসহায়,এক্ষেত্রে সেক্টর অফিসার হস্তক্ষেপ না করা অবধি কোনো পদক্ষেপ নিতে পারবেন না।।
সোনাতলা,ধুবুলিয়া , নদীয়া
রাইহান মন্ডল

126
8997 views