logo

রেলগেট যখন জনজীবন ব্যাহত করে...

বেলদা শহরের এক প্রান্তে রয়েছে বাজার ও সমস্ত স্কুল, কলেজ। ঠিক তার বিপরীতে রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হসপিটাল। মাঝ খানে বড়
বাধা রেল গেট।
মরনাপন্য রুগী এই গেট না পেরতে পেরে মারাও যান। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ অগণিত মানুষ প্রতিনিয়তই অত্যন্ত অসহায় অবস্থায় যাতায়াত করেন। এলাকার কয়েক হাজার মানুষ এই রেল গেট নিয়ে দীর্ঘদিন ধরেই ওভার ব্রিজ নির্মাণের দাবী করে আসছেন। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন।
জানি না এ দুর্দশা কবে কাটবে?

1
1213 views
1 comment  
  • Ashok Kr. Chanda

    বেলদার ফুটপাথ আজ আর নেই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছে বেলদা শহর। জন বসতিও কম নয়। এলাকার প্রায় 10-15 টি গ্রাম এই শহরের উপর নির্ভর করে চলেছে রুটি রুজি। স্কুল, কলেজ, অফিস, ব্যবসা বানিজ্য সব কিছুতেই রমরমা। পথ চলতি অগণিত মানুষ পান না পায়ে হাঁটা চলার পথ। সবটাই ব্যবসায়ীদের দখলে। প্রশাসন দেখেও দেখে না। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে। ফুটপাথ পরিস্কার না হলে পথচলতি মানুষের বিপদ আসন্ন।