logo

ভোট বাড়ছে কিন্তু দুপুরে ভোটার উধাও

রায়গঞ্জ, ২৬ এপ্রিলঃ যত বেলা গড়িয়েছে ততই ভোট বেড়েছে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় রায়গঞ্জ , বালুরঘাট, দার্জিলিং আসনে দুপুর ৩টে প্রাপ্ত ভোটের পরিসংখ্যান হলো রায়গঞ্জে ৬০.২০% বালুরঘাটে ৫৯.৫৩% দার্জিলিং এ ৬১.৯৭% ভোট পড়েছে। সকাল সকাল ভোটের লম্বা লাইন থাকলেও দুপুরের পর বহু বুথে ভোটার শূণ্য দেখা গেছে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট চললেও কয়েকটি জায়গায় উত্তেজনা লক্ষ্য করা গেছে। দার্জিলিং এর লোকসভা কেন্দ্রের অধীণ চোপড়া ব্লকে দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। একিভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীন তপনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে কিছু তৃণমূলকর্মী। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। অপর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন করণদীঘি ব্লকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শান্তিনিকেতন পরিবেশ নষ্টের অভিযোগ উঠে বিজেপি থেকে। বড় ধরণের কোন গন্ডোগোল এখনও হয়নি বলে জানা গেছে।

0
0 views