নদিয়ার আবহাওয়া এতটাই গরম ৩৮ থেকে ৪০ ডিগ্ৰির মধ্যে ওঠানামা করার ফলে মানুষের মধ্য জ্বর পেটের রোগ বাড়ছে।
এতটাই গরম বাড়ছে যে মানুষের মধ্যে জ্বর পেটের রোগ বাড়ছে। এর উপর তীব্র জলকষ্ট। উপযুক্ত পানীয় জলের অভাবে মানুষ কে খেতে হচ্ছে ২০ লিটার বোতলজাত জল অধিক মূল্যে। মুনাফা লুটছে একশ্রেণীর ব্যবসায়ী। জলের মান নিয়ে যথেষ্টই ভাবনার অবকাশ।