logo

ওম্ সাহিত্য কুটিরের সংবর্ধনা

ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই কাজ করে চলেছে আজকের তারিখে এসে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর বিভিন্ন ডিভিশন ভাগ হয়েছে তাদের কাজের বিভাজন হিসেবে। ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ডেভেলপমেন্ট জাস্টিস ও অ্যাওয়ারনেস এই ট্যাগ লাইনে তারা তাদের কর্মকান্ডকে এগিয়ে নিয়ে চলেছে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের বিভিন্ন ডেভলপমেন্টের কাজের সঙ্গে যেমন জড়িত তেমন বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাতে হিউম্যান রাইটসের অ্যাওয়ারনেস, হেলথ এভারনেস সহ বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত করে।

ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের সহযোগিতায় ২০২৩ সাল থেকে নতুনভাবে পরিচালনা করে চলেছে একটি সাহিত্য পরিবার যার নাম ওম সাহিত্য কুটির। ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় ২০১৩ কলকাতা আন্তর্জাতিক বই মেলার থেকে আজ অব্দি সংগঠনের পত্রিকা ওম সাহিত্য পত্রিকা প্রকাশের সাথে সাথে বিভিন্ন সংকলন এবং একক বই প্রকাশ করে চলেছে।

চক্রবর্তী এন্ড সন্স বিগত কয়েক বছর ধরে ফেসবুকের বিভিন্ন সাহিত্য পরিবারকে আমন্ত্রিত করে তাদের ফেলসিটেট করে। বিগত বছরের মতো এবারও ওম সাহিত্য কুটির পরিবার আমন্ত্রিত হয়েছিল এবং ফেলোশিটেট হয়েছে।

সারাদিন ধরে বিভিন্ন মনোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চক্রবর্তী এন্ড সন্স এর বাৎসরিক উৎসব পালিত হয়েছে ‌। তাতে চক্রবর্তী এন্ড সন্স এর কর্ণধার সিতাংশু চক্রবর্তীর পরবর্তী কর্মকাণ্ডের কর্ণধার সুভ্রদীপ চক্রবর্তী এর উজ্জ্বল উপস্থিতি ও অনবদ্য আন্তরিক উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান ক্রমান্বয়ে এগিয়ে গিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আদিনাথ চক্রবর্তী, মনোজ কুমার সিং, কালোজয়ী দরদী শিল্পী সিধুদা, জয়দীপ মুখার্জী, বিশিষ্ট প্রকাশক তথা কলকাতা আন্তর্জাতিক বইমেলা কমিটির অন্যতম পুরোধা ত্রিদিব চ্যাটার্জী, বিশিষ্ট কবি আরণ্যক বসু, শিল্পী সমুদ্র দা, শিল্পী রাজা ভট্টাচার্য্য। একালের বিশিষ্ট টলিউড শিল্পী ভাস্বর চট্টোপাধ্যায় ও বিশিষ্ট হিলার তার ভাই। সকলকেই তাদের বিশিষ্ট কর্মকাণ্ডের জন্য চক্রবর্তী এন্ড সন্স ফেলোসিটেড করে। উপস্থিত ছিল মহুল ব্যান্ড ও দুটি বিশেষ পারদর্শী সম্পন্ন নৃত্যশিল্পীর দলও। তাদের অনন্য শিল্প সৃষ্টির মাধ্যমে উপস্থিত সকল দর্শক বৃন্দদের আনন্দে মুখর করে তোলে।

গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননার সাথে সাথে বিভিন্ন সাহিত্য সংগঠনকে প্রতি বছরের মতো এবারও ফেলিসিটেট করা হলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য কলম সৈনিক সাহিত্য পরিবার, তুষার সাহিত্য পরিবার, ওম্ সাহিত্য কুটির পরিবার, প্রাঙ্গন সাহিত্য পরিবার, পথের দাবী পরিবার, গোধূলির মন্থন পরিবার ইত্যাদি।

অনুষ্ঠানের মাঝেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়ের হাত দিয়ে চক্রবর্তী এন্ড সন্স এর এ বছরের "স্মরণিকা" প্রকাশিত হয়। বিশিষ্ট প্রকাশক তথা কলকাতা আন্তর্জাতিক বইমেলার কর্ণধার মাননীয় শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায়।

31
2359 views