logo

মহামিলনের মহাজাগরণ


এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে চক্রবর্তী এন্ড সন্সের বাৎসরিক অ্যাওয়ার্ড উৎসব পালিত হয়ে গেল গত 6 এপ্রিল, কলকাতার মৌলালী যুব কেন্দ্রে। চক্রবর্তী এন্ড সন্স এর কর্ণধার সিতাংশু চক্রবর্তীর পরবর্তী কর্মকাণ্ডের কর্ণধার সুভ্রদীপ চক্রবর্তী এর উজ্জ্বল উপস্থিতি ও অনবদ্য আন্তরিক উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান ক্রমান্বয়ে এগিয়ে গিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আদিনাথ চক্রবর্তী, মনোজ কুমার সিং, কালো জয়ী দরদী শিল্পী সিধুদা, জয়দীপ মুখার্জী, বিশিষ্ট প্রকাশক তথা কলকাতা আন্তর্জাতিক বইমেলা কমিটির অন্যতম পুরোধা ত্রিদিব চ্যাটার্জী, বিশিষ্ট কবি আরণ্যক বসু, শিল্পী সমুদ্র দা, শিল্পী রাজা ভট্টাচার্য্য। একালের বিশিষ্ট টলিউড শিল্পী ভাস্বর চট্টোপাধ্যায় ও বিশিষ্ট হিলার তার ভাই। সকলকেই তাদের বিশিষ্ট কর্মকাণ্ডের জন্য চক্রবর্তী এন্ড সন্স ফেলোসিটেড করে। উপস্থিত ছিল মহুল ব্যান্ড ও দুটি বিশেষ পারদর্শী সম্পন্ন নৃত্যশিল্পীর দলও। তাদের অনন্য শিল্প সৃষ্টির মাধ্যমে উপস্থিত সকল দর্শক বৃন্দদের আনন্দে মুখর করে তোলে।

গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননার সাথে সাথে বিভিন্ন সাহিত্য সংগঠনকে প্রতি বছরের মতো এবারও ফেলিসিটেট করা হলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য কলম সৈনিক সাহিত্য পরিবার, তুষার সাহিত্য পরিবার, ওম্ সাহিত্য কুটির পরিবার, প্রাঙ্গন সাহিত্য পরিবার, পথের দাবী পরিবার, গোধূলির মন্থন পরিবার ইত্যাদি।

অনুষ্ঠানের মাঝেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়ের হাত দিয়ে চক্রবর্তী এন্ড সন্স এর এ বছরের "স্মরণিকা" প্রকাশিত হয়। বিশিষ্ট প্রকাশক তথা কলকাতা আন্তর্জাতিক বইমেলার কর্ণধার মাননীয় শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায় বিশেষভাবে প্রশংসা করেন এই কর্মকান্ডের অন্যতম পুরোধা, শ্রী শুভ্রদীপ চক্রবর্তীর কর্মকাণ্ড প্রসঙ্গে।

সাহিত্য চলবে, সাহিত্যের বহিঃপ্রকাশ ঘটবে। কিন্তু সাহিত্য পরিবারের সঙ্গে বই প্রকাশক বা বই মুদ্রক অংশে যারা থাকেন তাদের সঙ্গে সাহিত্য পরিবারের আত্মীয়তা তথা আত্মীক সম্পর্কের চির বন্ধন তৈরি করা সত্যিই কঠিন কাজ। আর এই কাজকে আন্তরিক তথা আত্মিক করে তুলেছে এই রং বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর অংশ হিসেবে প্রতিবছর যে সম্মাননা জ্ঞাপন করে চলেছে চক্রবর্তী এন্ড সন্স তার জন্য সত্যিই প্রশংসনীয়। চক্রবর্তী এন্ড সন্সের প্রতিষ্ঠাতা সিতাংশু চক্রবর্তী মহাশয়ের পরবর্তী প্রজন্ম শুভ্রদীপ চক্রবর্তীর সাবলীল তথা আত্মিক আন্তরিকতা কবি সাহিত্যিক, তথা সাহিত্য পরিবারকে যথেষ্টই আকৃষ্ট করে। তার সাফল্য এবং চক্রবর্তী এন্ড সন্সের সাফল্য কামনা করি । আগামীতে আরও প্রসারিত হোক ও তাদের ঐকান্তিক আন্তরিক শুভ প্রচেষ্টা সফল হোক।

36
4919 views