logo

দেশে যোগ্য বিরোধী পক্ষ বা বিরোধীতা কাম্য।

আমি সাংবাদিক তথা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যতটুকু পর্যবেক্ষণ করেছি তা থেকে উপলব্ধি করেছি যে, শাসক হোক বা বিরোধী সকলের উচিত নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা। সেটা হতেপারে লোকসভা বা বিধানসভা ভবন অথবা আঞ্চলিক কোন সভায়‌‌। এমন আলোচনা যে আলোচনায় সমাজের উন্নতি হবে। আর আমরা জানি সমাজের উন্নতি মানে রাজ্যের তথা দেশের উন্নতি‌। কিন্তু, বর্তমানে প্রত্যেক নেতাই অত্যন্ত হতাশ করে। কারণ, তাঁরা জনতার ভাবনার মর্যাদা দেন না। সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে তাঁদের ক্ষমতায় আনে সেই প্রত্যাশা পূরণে তাঁরা ব্যার্থ হয়। ব্যার্থ বলাটা হয়তো ভুল হবে, কারণ জেগে ঘুমালে তার ঘুম কেউ ভাঙাতে পারেনা। অথবা স্বইচ্ছায় ভুল করলে তাকে কেউ শুধরাতে পারে না।

নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু অবস্থার কোনরূপ পরিবর্তন হয় না। নেতার পরিবর্তন হলেও পূর্ববর্তী নেতাদের ন্যায় সেই একই প্রতিশ্রুতির টেপ রেকর্ডার বা সেই পুরোনো ঢোল-কাঁসি তাঁরা একইভাবে বাজিয়ে চলে।

বোকা জনসাধারণকে টুপি পরিয়ে নেতারা রাজনীতির ময়দানে আসে ব্যাবসা করতে। মুনাফা লাভের জন্য তারা যতটা নীচে নামতে হয় নামে। আইন, প্রশাসন বা সংবিধানকে পরোয়া করে না। শুধু একটা জিনিস হয় সেটা #সমঝোতা। সেই কারণে আজ বিরোধী বলে কিছু নেই। তার অধিকাংশ দায় দেশের সব থেকে বড় বিরোধী দলের।

খুব ভালো বিরোধী পক্ষ হওয়ার সুযোগ তাঁরা পেয়েছিলেন। ১০ বছর কম সময় নয়। কিন্তু, তাঁরা বিগত ১০ বছরে এই দায়িত্ব পালনে সম্পূর্ণ বিফল। আর তাঁদের এই বিফলতার প্রভাব বিরোধী পক্ষের অন্যান্য সক্ষম নেতাদেরকেও সঠিকভাবে উঠে আসতে দেয়নি। বিরোধী পক্ষের সমস্ত তেজস্বী নেতাদেরকেও তাঁরা পিছনে ঠেলে রেখেছেন। লোকসভায় অনেক নবীন সাংসদ রয়েছেন, যাঁরা উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর। তাঁদেরকে স্বাধীনভাবে বলতে দিলে যদি বিশেষ কারও ভাবমূর্তি নষ্ট হয়ে যায় সেই কারণে নবীন সাংসদরা যাতে বলতে না পারেন, তা সুনিশ্চিত করতে অধিবেশনগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এভাবে তাঁরা যেমন নিজেদের ক্ষতি করেছেন। বিরোধী শক্তির ক্ষতিও করেছেন। ক্ষতি করেছেন সংসদের। যারফলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যদি দেশের ভালো করতেই হয় তাহলে বিরোধী দল বা বিরোধী নেতার খুব প্রয়োজন। শাসকের ভূলগুলো যে বিধান সভা বা লোকসভায় তুলে ধরতে পারবে এমন একজন বিরোধী নেতা খুব খুব প্রয়োজন। সেজন্য আমি সর্বদাই চাই যে, দেশে যেন একটি সুস্থ ও ভালো বিরোধী পক্ষ থাকে।

4
911 views